নির্ধারিত বয়সের আগে বিয়ে করা বা দেওয়া আইনসিদ্ধ নয়। অর্থাৎ পাত্রের বয়স কমপক্ষে ২১ এবং পাত্রীর বয়স কমপক্ষে ১৮ না হলে বিয়ে দেওয়া হবে না। এই বিজ্ঞপ্তি ঝুলছে পুরুলিয়ার বাঘমুণ্ডির লহরিয়া শিবমন্দিরে। পালিয়ে, বা ইচ্ছের বিরুদ্ধে আখচার মন্দিরে গিয়ে বিয়ে দিয়ে দেওয়ার চল রয়েছে। এবার নাবালিকা বিয়ে রুখতেই এই পদক্ষেপ পুরুলিয়ার শিবমন্দিরে।
Mamata Banerjee : নজরে পঞ্চায়েত, সেতু নির্মাণ-সহ আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মন্দিরের এই পদক্ষেপকে রীতিমতো কুর্নিশ জানিয়েছে, জেলা প্রশাসনও। অযোধ্যা পাহাড়ের নীচে অবস্থিত এই মন্দির স্থানীয়দের কাছে খুব জাগ্রত বলেই পরিচিত। সারা বছরই ভক্তদের সমাগম লেগেই থাকে। শ্রাবণমাসে ভীড় উপচে পড়ে। এছাড়া বিয়ের মরশুমেও পাত্র-পাত্রীদের লাইন লাগে। কিন্তু এবার পাত্র-পাত্রীর বয়সের প্রমাণপত্র ছাড়া কোনও বিয়ে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।