RG কর কাণ্ডের পর সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কলকাতা ও জেলার হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও মাল্টি সুপার হাসপাতালের নিরাপত্তার জন্য প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন তিনি।
মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেখানে এই পদক্ষেপের বিষয়ে পুলিশ সুপার ও জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, সেনার অবসরপ্রাপ্ত অফিসার, সুবেদার, নায়ক, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন।
শুধু সেনা অফিসাররা নন,গত দুবছরের মধ্যে যাঁরা পুলিশ ইন্সপেক্টর, ডি এস পি বা অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে অবসর নিয়েছেন তাঁরা যদি শারীরিকভাবে ফিট থাকেন তাঁরাও আবেদন করতে পারবেন ওই পদগুলির জন্য।
কত করে বেতন পাবেন?
নিরাপত্তা অফিসারদের বেতন কত হবে সেনিয়ে এখনও নির্দিষ্ট করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ দফতরের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী বেতন কাঠামো স্থির করা হবে।
মঙ্গলবার সকালেই RG কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। সেই সময় হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি রাজ্য সরকারকেও চরম ভর্ৎসনাও করে দেশের শীর্ষ আদালত। আর তার পরেই সিকিউরিটি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।