অফিসের নতুন চাকরি হোক বা পাসপোর্ট-ভিসা। তার জন্য প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এতদিন পর্যন্ত ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য থানায় গিয়ে পড়ে থাকতে হতো। কিন্তু এবার থেকে বাড়িতে বসেই মিলবে ওই সার্টিফিকেট।
এবিষয়ে IG ট্রাফিক সুকেশ জৈন জানিয়েছেন, PCP বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য থানায় যেতে হবে না। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। এবং নির্দিষ্ট টাকা জমা করলেই বাড়িতে পৌঁছে যাবে ওই সার্টিফিকেট।
কীভাবে আবেদন করতে হবে?
pcc.wb.gov.in-ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেইসঙ্গে জমা দিতে হবে ৩০০ টাকা। এরপর সর্বনিম্ন ৭২ ঘণ্টা থেকে ৭ দিনের মধ্যে ওই সার্টিফিকেট বাড়িতে পৌঁছে যাবে।
কোন কোন থানার ক্ষেত্রে এই সুবিধা মিলবে?
কলকাতা ও বিধাননগর থানার ক্ষেত্রে এই সুবিধা আগেই চালু ছিল। কিন্তু এবার রাজ্যের সব থানা থেকেই এই সুবিধা পাবেন আবেদনকারীরা। শুক্রবার থেকেই সেই পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে।
কোন কোন ক্ষেত্রে প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট?
নতুন চাকরি, পাসপোর্ট, ভিসা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজের জন্য প্রয়োজন PCC। কোনও ব্যক্তির নামে পুলিশ কেস রয়েছে কিনা তা জানা যায় PCC-র মাধ্যমে।