সরকারি স্কুলে যেকোনও ক্লাসে শিক্ষকতা করতে চাইলে পাশ করতে হবে টিচার এবিলিটি টেস্ট বা TET। এমনই নির্দেশিকা জারি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। শুধু প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও পড়ানোর জন্যও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের।
কী পরিকল্পনা NCTE-র?
সম্প্রতি এই প্রস্তাব এনেছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এতদিন পর্যন্ত শুধুমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতা করার জন্য TET দেওয়ার নিয়ম ছিল। কিন্তু নয়া নিয়ম অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তও একই পদ্ধতি কার্যকর হবে।
এই প্রস্তাব আনার পর বর্তমানে নির্দেশিকা তৈরি করা হচ্ছে। এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রস্তাব থাকলে তা লিখিত আকারে ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে। এবং ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।