সন্দেশখালিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পিস্তল। শুক্রবার সকালে ঘটনাস্থলে ছিলেন সিবিআই আধিকারিকরা। এবার এলাকায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) টিম। বম্ব স্কয়্যাড বাড়িটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। আনা হয়েছে রোবটও।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালির তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খা-এর আত্মীয় আবুতালেব মোল্লার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে বিদেশি নাইন এমএম পিস্তল। দেশি ৭ এমএম পিস্তল, বোমা, কার্তুজ। দেশি-বিদেশি মিলিয়ে আগ্নেয়াস্ত্রের সংখ্যা কমপক্ষে ১৫।
অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার NIA তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, সন্দেশখালি খুবই ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে মহিলাদের ধর্ষণ করার অভিযোগ, এরপর ড্রাগস ব়্যাকেট। সুকান্তের মতে, যে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ বিদেশ থেকে আসা। তাঁর মতে, "NIA হোক বা অন্য কোনও তদন্তকারী সংস্থা। এই ঘটনায় দায়িত্ব নিক।"