সন্দেশখালির সড়বেড়িয়া গ্রামে এনএসজি টিম। এলাকা খালি করছেন কমান্ডোরা। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই। ওই বাড়িতে বম্ব ডিসপোজাল রোবট পাঠায় NSG। বাড়ি থেকে একটি ব্যাগ ঝুলিয়ে বের হতে দেখা যায় রোবটকে।
সেই রহস্যজনক ব্যাগে কি আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সরবেড়িয়ায় আছে এসএসজি বম্ব স্কয়্যাড, সিবিআই আধিকারিক ও সিআরপিএফ। রাস্তায় একের পর এক বালির বস্তা ফেলা হয়েছে। এলাকার সব বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে এনএসজি।
কীভাবে কাজ করে এই রোবট
এই রোবটের ওজন ১১৩ কেজি। বিশেষ ধরনের সেন্সর থাকে এই রোবটে। দূর থেকে বোমা চিহ্নিত করতে পারে এই রোবট। ৪৫ ডিগ্রি খাড়া সিড়িতেও উঠে যেতে পারে এই রোবট। ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পাারেন। কণ্ঠস্বর শুনে কাজ করতে পারে এই রোবট। রয়েছে গ্রিন লেজার। কেন্দ্রীয় সংস্থার অনুমান, ওই বাড়ির একতলা বাড়িতে রয়েছে বিস্ফোরক।