বর্ষার শুরু থেকেই ডেঙ্গির দাপট রাজ্যজুড়ে। প্রায় প্রতিটি জেলাতেই ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। এই আবহে কলকাতাবাসীর উদ্দেশে বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বর্ষার মাঝামাঝি সময় থেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। স্বাস্থ্য দফতরের দেওয়া হিসেব অনুযায়ী চলতি মরশুমে গত ৩ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৯৫ জন। গত বছরের হিসেবে মোট ডেঙ্গি আক্রান্ত ছিলেন ১ লাখ ৭ হাজার জন।
Read More- পিতৃত্ব অস্বীকার স্বামীর, রাগের মাথায় যমজ সন্তানকে গলা কেটে খুন স্ত্রীর
ডেঙ্গি প্রতিরোধে কলকাতার প্রত্যেক নাগরিককে একসঙ্গে শামিল হওয়ার আহ্বাণ করেছেন। বাড়ি এবং বাড়ির চারপাশে জল জমলে তা দ্রুত ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বাড়ির ছাদ, বালতি, ফুলের টবে জল জমে তা বের করতে হবে। প্রয়োজনে নিয়মিত ব্লিচিং পাউডার ছড়াতে হবে।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা এবং মালদহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। প্রতিটি জেলা থেকে সাপ্তাহিক রিপোর্ট নেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।