নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের(Nursing Staffs)। সোমবারের পর মঙ্গলবারেও একই দাবিতে সল্টলেকে(Nurse agitation in Saltlake) স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের।
মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এই অভিযোগ তুলে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ(Nurse agitation in Saltlake) দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাঁদের। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের(WBHRB office) অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে।
আরও পড়ুন- CBI probe: বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলের,পার্থ-পরেশ-অনুব্রতর সম্পত্তিতে নজর সিবিআইয়ের
আন্দোলনকারীদের অভিযোগ, করোনা(Coronavirus) অতিমারীর সময় তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে কাজ করেছেন। সরকারের তরফে সরকারি হাসপাতালে নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০ মে যে প্যানেল প্রকাশিত হয়েছে, তাতে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের কোনও প্রার্থীর নাম নেই। যাঁদের নাম রয়েছে তাঁরা সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রিপ্রাপ্ত প্রার্থী। তাছাড়া অনেকের রেজিস্ট্রেশন না থাকলেও প্যানেলে নাম আছে। এমনকী অসংরক্ষিত আসনে সংরক্ষিত প্রার্থীদের নেওয়া হয়েছে।
সোমবারও এই দাবিতে স্বাস্থ্যভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান প্রায় ৩০০ জন। পুলিশের সঙ্গে একদফা ধস্তাধস্তির পর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে।