চিকিৎসা শেষ হওয়ার আগেই মাঝপথে রোগীর মৃত্যু হলে স্বাস্থ্যসাথীর (Swaastha Sathi) পুরো টাকা দাবি করতে পারবে না নার্সিংহোম কিংবা বেসরকারি হাসপাতাল। এমনটাই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর (Health department)। এমনকি একটি গাইড লাইন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার কোন ক্ষেত্রে কত শতাংশ টাকা দাবি করতে পারবে নার্সিংহোমগুলি।
এক্ষেত্রে বলা হয়েছে অপারেশন ঠিক হয়ে যাওয়ার পর যদি কোনও কারণে অপারেশন না করা হয়, সেক্ষেত্রে প্যাকেজের সর্বোচ্চ ৩৫ শতাংশ টাকা দাবি করতে পারবে হাসপাতাল। এমনকি অস্ত্রোপচার হয়ে গেলেও যদি তা সফল না হয় সেক্ষেত্রেও পুরো টাকা দাবি করতে পারবে না হাসপাতাল। বড়জোর ৫০ শতাংশ দাবি করা যাবে।
আরও পড়ুন- বাগনান খুনের ঘটনায় গ্রেফতার রিয়া কুমারীর দেওর সন্দীপ, ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
অ্যাঞ্জিওপ্লাস্টির সফল না হলে এই নয়া নিয়ম অনুযায়ী, স্টেন্টের দাম এবং প্যাকেজের ৩০ শতাংশ দাবি করা যাবে। যদি এক্সরে করে দেখা যায় কিডনিতে স্টোন রয়েছে, সেক্ষেত্রে ৬০ শতাংশ বেশি ক্লেম করা যাবে না।
ডায়গনিস্ট পরীক্ষা কিংবা কোনও অস্ত্র প্রচার করার পরেও যদি চিকিৎসা সম্পূর্ণ না হয়, রোগীকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয় বা রোগীর মৃত্যু হয় তাহলেও প্যাকেজের ২৫ থেকে ৫০ শতাংশ দাবি করা যাবে। রেফারের ক্ষেত্রে বাকি ৫০ থেকে ৭৫ শতাংশ দাবি করতে পারবে যে হাসপাতালে রেফার করা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় হাসপাতালটি।