১৫ দিনের লড়াই ব্যর্থ। অবশেষে মৃত্যু হল নার্সিং ছাত্রী তিথি দোলুইয়ের (Tithi Dolui)। স্টুডেন্ট কার্ডে লোন না পাওয়ার অভিযোগ বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছাত্রী।
একাধিকবার প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাননি বলে অভিযোগ ছিল ছাত্রী তিথি দলুইয়ের। বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিসিইউতে মৃত্যু হয় তাঁর। তিথির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।
আরও পড়ুন : 'আমি নির্দোষ', রাজনৈতিক হিংসার মামলায় আদালতে এসে দাবি অনুব্রত মণ্ডলের
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছাত্রী তিথি। বাবার নাম জয়দেব দলুই। হাই সেকেন্ডারি পাশের পর বেঙ্গালুরুর অ্যাসটর স্কুল অফ নার্সিংয়ে ভর্তি হন তিনি। তাঁর আশঙ্কা ছিল, অর্থের অভাবে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে ঋণের আবেদন করেন তিনি। চন্দ্রকোনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা তাঁর আবেদন নাকচ করে দেয় বলে অভিযোগ। ব্যাঙ্ক জানিয়ে দেয়, বেঙ্গালুরুর সেই নার্সিং স্কুলের রেজিস্ট্রেশন নেই। তাই লোন দেওয়া সম্ভব নয়। এদিকে ঋণ না পাওয়া সেমেস্টারের টাকাও আটকে পড়ে তাঁর। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন তিথি।