শুক্রবার শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগেই নরেন্দ্রপুরের মন্মথনাথ স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অধরা সৈয়দ ইমতিয়াজ আহমেদ। গুণ্ডা লাগিয়ে স্কুলের শিক্ষকদের মারধর করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষকের দফতরটি সিল করে দিয়েছে প্রশাসন। তবে তার আগে একাধিক গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন সোনারপুরের BDO-র প্রতিনিধি এবং নরেন্দ্রপুর থানার প্রতিনিধিরা।
Read More- স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মার, তুলকালাম কাণ্ড নরেন্দ্রপুরের স্কুলে
কী ঘটেছিল?
গত ২৭ জানুয়ারি মন্মথনাথ স্কুলে শিক্ষকদের উপর হামলার ঘটনার ঘটে। অভিযোগ, প্রধানশিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করায় লোক লাগিয়ে ওই স্কুলেরই শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করা হয়। যদিও ঘটনার কথা অস্বীকার করেছিলেন প্রধান শিক্ষক। ওই ঘটনার পর কলকাতা হাইকোর্ট অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল। যদিও তারপর থেকে অধরা তিনি।