মারধর করে বাড়ি থেকে ঠাকুমাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ নাতির বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হচ্ছে ঠাকুমাকে। ঘটনাটি নদিয়ার (Nadia) রাণাঘাটের (Ranaghat) শ্যামনগর এলাকার।
ওই মহিলার স্বামী মারা গিয়েছেন প্রায় ১০ বছর হল। তারপর থেকেই ঠাকুমার উপর অত্যাচার করে নাতি এবং নাতবৌ, এমনই অভিযোগ। ঠাকুমার অভিযোগ, তাঁকে মারধর করে নাতি ও নাতবৌ। নাতির নামে বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দেয় তারা।
West Bengal Weather: বড়দিনের পরই বাড়ল তাপমাত্রা, শীত নয়, বছর শেষের উদযাপনে সঙ্গী মনোরম আবহাওয়া
বৃদ্ধা জানান, পুলিসের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। এখন তারা অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এখন মেয়ের বাড়িতে আছেন। কিন্তু সেখানে এসেও ঝামেলা করে নাতি। তাই ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলে ঠিক করেছে মেয়ে-জামাই। অভিযোগ, ঠাকুমার বার্ধক্যভাতার টাকা থেকে শুরু করে রেশনসামগ্রীও নিয়ে নেয় ওই নাতি।
এখন বৃদ্ধার একটাই আর্জি, যেভাবে হোক তাঁর বাড়িতে যেন তাঁকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করে সরকার।