মেয়ের প্রেমিককে মেনে নিতে পারেননি বাবা। সেকারণে অন্যত্র বিয়ে দিয়েছিলেন। তার প্রতিশোধ নিতে বাবাকেই গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুরের যজ্ঞনগর গ্রামে। মৃতের নাম কুদ্দুস শেখ। অভিযুক্ত মেয়ের নাম কুতুবা খাতুন এবং তাঁর প্রেমিকের নাম গাজু শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিচ্ছা সত্বেও কুতুবাকে অন্য যুবকের সঙ্গে বিয়ে দেন কুদ্দুস। এরপর বোলপুরে অষ্টমঙ্গলায় এসেছিলেন ওই যুবতি। সেসময় গাজুর সঙ্গে গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। অভিযোগ কুদ্দুস পথ আটকানোর চেষ্টা করলে তাঁর উপরেই গাড়ি চালিয়ে দেয় গাজু।
গুরুতর আহত অবস্থায় প্রথমে বোলপুর হাসপাতালে এবং পরে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল কুদ্দুসকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে কুতবার পরিবার। তাদের অভিযোগ, গাজু জোর করে কুতুবাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এবং সেসময় কুদ্দুস পথ আটকালে তাঁকে চাপা দিয়ে চম্পট দেয় গাজু। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।