হুগলির চুঁচুড়ায় বস্তা রহস্য। শনিবার তখন অনেকটাই রাত। ধীরে ধীরে খালি হচ্ছে জি টি রোডের আশপাশ। রাস্তা ধরে গতি বাড়াচ্ছে লরিও। এমন সময় রাস্তার ধারে এক বস্তা দেখে দাঁড়িয়ে গেলেন এক যুবক। তাঁর সন্দেহ হয়, বস্তার মধ্যে কিছু একটা রয়েছে। কিন্তু ভয় পাচ্ছিলেন বস্তার কাছে যেতে। তবুও মনে সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়েছিলেন ওই বস্তার কাছে। আর কাছে যেতে তাঁর সন্দেহ আরও তীব্র হয়। হ্য়াঁ ঠিকই রাস্তার উপর এই পরিত্যক্ত বস্তার মধ্যে সম্ভবত প্রাণ রয়েছে। তাঁর ডাকে ছুটে আসেন স্থানীয়রা। এরপর যা হল, তাতে স্থানীয় প্রিয়নগর এলাকার বাসিন্দারা নিজেরাই হতবাক। বস্তা খুলতে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তাঁকে দেখে সবাই অবাক।
শনিবার রাত নটা নাগাদ প্রথম ওই বস্তা লক্ষ্য করেছিলেন প্রদীপ্ত ঘোষ নামের যুবক। তাঁর মা রাখি ঘোষ চুঁচুড়া থানার মহিলা পুলিশ কর্মী। থানায় প্রথমে মাকে ফোন করেছিলেন প্রদীপ্ত। রাখির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের বাহিনী। থানার মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন রাখিও। তারপর উদ্ধার করা হয় অন্নু কুমারী নামের ওই বৃদ্ধাকে। অনেক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তবে তিনি কী ভাবে এলেন, কারা তাঁকে এখানে রেখে দিয়ে গেল, তা স্পষ্ট করতে পারেননি ওই বৃদ্ধা। শুধু একটু জানিয়েছেন তিনি ট্রেনে করে এখানে এসেছিলেন। বারবার জিজ্ঞসা করা হলে, ওই বৃদ্ধার কথায় অসলগ্নতাই প্রকাশ পেয়েছে বলে পুলিশের প্রাথমিক দাবি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অন্নু কুমারীকে। তাঁকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা মানসিক ভারসাম্যহীন। বাড়িতে খবর দেওয়া হয়েছে।