রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত। এবার সেই টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ফিরিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, টাকা ফেরত দেওয়ার 'ইচ্ছেপ্রকাশ' করেছিলেন আগেই।
এর আগে কুন্তল জেরায় ইডি-র অফিসারদের জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে।
এরপরই সিজিও কমপ্লেক্সে ডাক পান বনি। দু’দফায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় বনির বিদেশযাত্রার অর্থের উৎস নিয়েও।
কীভাবে টাকা ফেরাবেন, তা নিয়ে দোলাচলে ছিলেন বনি। পরিস্থিতির চাপে সেসময়ে ইডি কর্তাদের সামনে বনি কেঁদেও ফেলেছিলেন বলে সূত্রের খবর।
বনি ইডিকে জানিয়েছিলেন, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকা তিনি সরাসরি নেননি। ২০১৭ সালে ওই টাকাটি পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইডি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, 'টাকা তো আমার। ফেরত দেব কেন?' তবে জানা গিয়েছে, কুন্তলের থেকে টাকা ফের দেওয়ার বিষয়ে ইডিকে 'কথা দিয়েছিলেন' বনি। সেই 'কথা রেখে'-ই কুন্তলের থেকে নেওয়া ৪০ লাখ টাকা ফেরালেন বনি সেনগুপ্ত।