উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হল সুবীরেশ ভট্টাচার্যকে। তিন মাসের জন্য দায়িত্বে এলেন তৃণমূল নেতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। রাজ্য সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজভবনও। বুধবার সন্ধেবেলা রাজ্যের প্রস্তাবে সই করেছেন রাজ্যপাল লা গণেশন।
ওমপ্রকাশ মিশ্র দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০২১ নির্বাচনে শিলিগুড়িতে দাঁড়ালেও জিততে পারেননি তিনি। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে। এরপর ওমপ্রকাশ মিশ্রের নাম প্রস্তাব করে রাজ্য। এদিন রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: ফের এজলাসে কেঁদে ফেললেন অর্পিতা, মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হোক, দাবি তাঁর
একসঙ্গে জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। হিল ইউনিভার্সিটির পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম প্রকাশ্যে এলেও জানা যায়নি, ওই বিশ্ববিদ্যালয়ে কেন দায়িত্ব নেবেন।