পোশাকের দোকানে কুর্তির প্যাকেটের ভেতরে থরে থরে ওএমআর শিট! চাঞ্চল্যকর এই ঘটনা খোদ কলকাতার।
বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের উপর রাস্তার ধারে চুড়িদারের দোকান। অভিযোগ, সেই দোকানে কুর্তির প্যাকেটের ভিতর থেকে উদ্ধার হয় ওএমআর শিট (OMR Sheet)। তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম লেখা। যদিও ওএমআর শিটের সত্যতা যাচাই করা যায়নি। এটা কোন পরীক্ষার ওএমআর শিট, তাও একেবারেই স্পষ্ট নয়।
পোশাক বিক্রেতার দাবি নিউ মার্কেট থেকে পোশাকের নতুন স্টক নিয়ে এসে নিজের দোকানে সাজানোর সময় কুর্তির বান্ডিলে কাগজ দেখে বয়ের করে দেখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম লেখা ওএমআর শিট।
বিগত কয়েক দিনে রাজ্যের একাধিক চাকরির পরীক্ষারও ওএমআর শিট উদ্ধার হয়েছে নানা জায়গা থেকে।