রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মধ্যেই নয়া বিতর্ক। নদিয়ার করিমপুরের কাপড়ের হাটে উদ্ধার হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষার একাধিক ওএমআর শিট। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় করিমপুরে। এলাকার এক সাংস্কৃতিক সংস্থার সদস্যরা এগুলি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় কাপড়ের হাটের এক হকার স্টল থেকে মেলে ওই ওএমআর শিট। দেখা যায়, ওএমআর শিটগুলি আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৬ এবং ২০১৮ সালের পরীক্ষার উত্তরপত্র। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র কীভাবে অত দূরে গিয়ে পৌঁছালো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- Shaktigragh Murder : শক্তিগড়ে রাজু খুনে আর এক কয়লা মাফিয়া মস্তিক, দাবি সূত্রের