Soumendu adhikari: কাঁথি থানায় ফের তলব সৌমেন্দু অধিকারীকে, সারদার জমি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

Updated : Oct 17, 2022 13:14
|
Editorji News Desk

শুক্রবারের পর পুলিশের তলবে সোমবার ফের কাঁথি থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। সোমবার সকাল ১০.১৩ মিনিট নাগাদ কাঁথি থানায় গিয়ে পৌঁছন সৌমেন্দু। সূত্রের খবর, এবার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে সারদা সংস্থার জমি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

শুক্রবার কাঁথি পুরসভার উন্নয়ন সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে টানা ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও থানা থেকে বেরিয়ে সৌমেন্দু জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের নাম করে স্রেফ বসিয়ে রাখা হয়েছিল। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌমেন্দুর দাদা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি জানিয়েছিলেন, এই লড়াইয়ে সৌমেন্দুর পাশে রয়েছে রাজ্য বিজেপি। তবে, সৌমেন্দু আইনের মাধ্যমেই জবাব দেবেন বলেই জানিয়েছেন। 

তৃণমূলে থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসক পদের দায়িত্বে ছিলেন সৌমেন্দু। ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সৌমেন্দুও বিজেপিতে যোগ দেন। 

কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন সৌমেন্দু অধিকারী কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ করা হয়। ওই উন্নয়নের জন্য দু কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। এর পর অভিযোগ ওঠে ওই উন্নয়ের কাজে দুর্নীতি হয়েছে।  আর এই দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলা করা হয়। 

এই মামলার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। গত ১১ই আগস্ট কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। আদালত জানায়, কোনও ভাবেই সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। এর মধ্যেও জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার কাঁথি থানায় তলব করা হয় তাঁকে। তিনি ফের হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট তাঁর রক্ষাকবচ বহাল রেখে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়।  

soumendu adhikariSuvendu AdhikariContai

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি