বিশ্বকর্মা পুজোর দিন তাঁর বাহন হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে যাওয়া অন্য পর্যটকরা পুজোয় সামিল হলেন। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামের হাতিদের মালা পরিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা।
উল্লেখ্য প্রতিবছরই বিশ্বকর্মা পূজার দিন ডুয়ার্সের গরুমারা, রামশাই ধূপঝোড়া, মেদলায় হাতি পুজো হয়। পিলখানাগুলিতে এবার তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও।
পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই ধূপঝোড়া, রামশাই, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। নিয়ে যাওয়া হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।
Read More- চুলে ক্যামিক্যাল না ছুঁয়েই পাবেন হালকা গোলাপি রঙ, পুজোর আগে বাড়িতেই বানান এই প্যাক
আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ার মতো অভয়ারণ্যগুলিতে। পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। তাঁদের ভিড়ে রীতিমতো জমজমাট হয়ে ওঠে পিলখানাগুলি।