গ্য়াংটক বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ল পড়ুয়াদের বাস। শিলিগুড়ি ফেরার পথে তাদংয়ের কাছে উল্টে গেল বাস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছয় মাইলের কাছে একটি পাথরে ধাক্কা লেগে উল্টে গিয়েছে বাসটি। ভিতরে বেশ কয়েক জন পড়ুয়া আটকে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজের ২২ পড়ুয়া গ্যাংটক বেড়াতে যান। তাঁদের নিয়েই শিলিগুড়ি ফিরছিল বাসটি। স্থানীয় সূত্রে খবর ১০ নম্বর জাতীয় সড়কের উপরেই উল্টে যায় বাসটি। প্রাথমিক ভাবে উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ।
ইতিমধ্য়ে বেশ কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে।