প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক। উত্তর ২৪ পরগনার (North 24 pgs) হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার (Arrest) করা হয়েছে প্রেমিক মিঠুন বিশ্বাসকে। নিহত মহিলার নাম তসলিমা বিবি। তিনি পেশায় নৃত্যশিল্পী (Dancer) ছিলেন। বেশ কিছু বছর আগে মতিন গাজি নামের এক ব্যক্তির সঙ্গে তসলিমার বিয়েও হয়েছিল। সম্প্রতি মাদক পাচার-সহ নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মতিনকে। তারপর থেকে এখনও পর্যন্ত জেলেই আছেন তসলিমার স্বামী মতিন। এরমধ্যেই জলসার মঞ্চে মিঠুনের সঙ্গে আলাপ হয়েছিল তসলিমা। খুব সামান্য দিনের মধ্যে তাঁদের সম্পর্ক গভীর হয়। এবং তাঁরা একসঙ্গে থাকার পরিকল্পনা করেন। কারণ, তসলিমার স্বামী মতিন নাকি তাঁকে জেল থেকেই প্রাণে মারার হুমকি দিয়েছিল। তা চিন্তা বাড়িয়েছিল নৃত্যশিল্পী তসলিমার।
এরপর কী হল....
দিন দুয়েক আগে বসিরহাটের (Basirhat) চাঁপাপুকুরের পঞ্চাননতলায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন মিঠুন ও তসলিমা। তাঁরা বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাড়িওয়ালাকে স্বামী-স্ত্রী পরিচয়ই দিয়েছিলেন। দাবি, করেছিলেন বাড়িতে অশান্তি মিটে গেল তাঁরা এই বাড়ি ছেড়ে দেবেন। যদিও বাড়িওয়ালার দাবি, ভাড়া নেওয়ার পরেও কোনও পরিচয়পত্র জমা দিতে পারেননি মিঠুন।
এরমধ্যেই শনিবার তসলিমার প্রেমিক বাড়িওয়ালাকে ফোন করেন। বাড়িওয়ালাকে জানান, বাথরুমে পড়ে গিয়েছেন তসলিমা। তাঁর চোট লেগেছে। পাড়ার এক ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে ঢোকেন বাড়ির মালিক। তিনি দেখেন, তসলিমা তখন মাটিতে পড়ে রয়েছেন। পাশে বসে তাঁর গা-হাত-পা মালিশ করছেন। বাড়িওয়ালার বয়ান অনুযায়ী, মিঠুনকে সরিয়ে তসলিমাকে প্রাথমিক চিকিৎসা করেন ওই চিকিৎসক। সেখানেই স্পষ্ট হয়ে যায় তসলিমা আর নেই।
এরমধ্যেই ভ্যান ডাকতে যাওয়ার অছিলা ঘটনাস্থল থেকে সরে পড়েন মিঠুন। বেশ কিছুক্ষণ না আসার পর তাঁর খোঁজ শুরু হয়। এরপর রাতে হিঙ্গলগঞ্জ থেকে মিঠুনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তসলিমার স্বামী মতিনের কোনও ষড়যন্ত্র আছে কীনা, তা খতিয়ে দেখছে পুলিশ।