কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের এক যুবক। পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি। নিখোঁজ ওই যুবকের নাম মহম্মদ দিলওয়ার। বছর ২৩-এর ওই যুবকের বাড়ি বাংলাদেশের পাবনায়।
জানা গিয়েছে, ১৮ জুন পার্ক স্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন মহম্মদ দিলওয়ার। তারপর বৃহস্পতিবার সকাল থেকে তাঁর খোঁজ মেলেনি। যদিও আশপাশের হোটেল মালিকদের অনেকেই জানিয়েছেন, চেকআউট না করেই অনেক বাংলাদেশি চলে যান। দিলওয়ারের বাংলাদেশ ফিরে যাওয়ারও আশঙ্কা করছেন অনেকে।
Read More- বারাসতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ১৭ জনকে গ্রেফতার পুলিশের
এই ঘটনার কয়েকদিন আগেই নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের এক সাংসদ। এখনও তাঁর পুরো দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশি নিখোঁজের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
ইতিমধ্যে এই ঘটনার পর পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।