বাঁশদ্রোণী কাণ্ডে নয়া মোড়। বুধবার রাতে গ্রেফতার করা হয় বাঁশদ্রোণীর এক বিজেপি নেত্রীকে। তাঁর নাম রুবি দাস। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। অভিযোগ, আর তারপরেই পুলিশের উপর হামলা হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
এদিকে BJP নেত্রীকে ছেড়ে দেওয়ার দাবিতে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখায় BJP। সেখানে হাজির ছিলেন BJP নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁদের অভিযোগ, মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে রুবি দাসকে। এবং অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা।
মহালয়ার দিন সকালে কোচিংয়ে যাচ্ছিল এক পড়ুয়া। অভিযোগ, সেই সময় একটি পে-লোডার ধাক্কা মারে তাকে। রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে তাকে পিষে দেয়। দ্রুত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার সারাই কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার পরইবিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করেন তাঁরা। অভিযোগ, বছরের পর বছর বাঁশদ্রোণী এলাকায় রাস্তার বেহাল দশা। বারবার স্থানীয় কাউন্সিলরের কাছে রাস্তা সারাইয়ের দাবি করেও কোনও লাভ হয়নি। রাস্তার বেহাল দশার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি প্রশাসনের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন তাঁরা।
আর এই ঘটনার পর সন্ধে নাগাদ বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয়। যদিও তাঁকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভও শুরু হয়।