BJP-র এক মহিলা কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। মৃত ওই কর্মীর নাম রথিবালা আড়ি। এছাড়াও ওই ঘটনায় মৃতার ছেলে সঞ্জয় আড়ি এবং আরও ৭ জন BJP কর্মীর আহত হয়েছেন বলে খবর। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Read More- মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, বেতন দেড় লাখের বেশি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সোনাচূড়া এলাকায় পাহারা দিচ্ছিলেন BJP কর্মী সমর্থকরা। অভিযোগ, সেসময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী ওই কর্মীদের উপর চড়াও হয়। সেসময় রথিবালাকে লক্ষ্য করে এলোপাথারি কোপ মারে তারা। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ছেলে সঞ্জয়। এদিকে ২৫ মে নন্দীগ্রামে ভোটগ্রহণ। তার আগে এই ঘটনার জেরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।
পুরো বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছন গ্রামবাসীরা। তাঁরা আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা রথিবালাকে মৃত বলে ঘোষণা করেন। এবং সঞ্জয়কে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।