ডেঙ্গিতে ফের মৃত্যু রাজ্যে । এবার ডেঙ্গির বলি আট বছরের এক শিশুকন্যা । মৃত শিশুর নাম ঋত্বিকা সাউ । বাগুইআটির বাসিন্দা ঋত্বিকা হাসপাতালে ভর্তি ছিল । বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয় । ডেঙ্গিতে শিশু কন্যার মৃত্যুতে আতঙ্ক বাড়ছে এলাকায় ।
জানা গিয়েছে, বিধাননগর পৌরনি গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটি পূর্ব নারায়ণ তলার বাসিন্দা বছর আটের ঋত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল । এরপর মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিসি রায় শিশু হাসপাতলে ভর্তি করানো হয় ঋত্বিকাকে । জানা গিয়েছে, বুধবার সকালবেলা তার মৃত্যু হয় । এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেট হাতে পায়নি পরিবার ।
রাজ্যে যেসব জায়গায় ডেঙ্গির প্রকোপ বেশি, তাদের মধ্যে অন্যতম হল বিধাননগর । শিশু কন্যার মৃত্যু প্রসঙ্গে বিধাননগর পৌরনি গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পৌরসভার তরফে তেল দিচ্ছে, ব্লিচিং পাউডার দিচ্ছে, স্প্রে করা হচ্ছে ঠিকই । কিন্তু, ব্লিচিং-এর কোনও গন্ধ পাওয়া যাচ্ছে না । কোনও কাজও হচ্ছে না । এই এলাকায় খুব মশা । সবসময় জানলা-দরজা বন্ধ করে রাখতে হয় ।
কাউন্সিলর ইন্দ্রনাথ বাড়ুই জানান,একজন শিশু মারা যাওয়া মানে খুবই দুঃখের। তাঁরা সবসময় পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন । মশা মারার জন্য তেল এবং ব্লিচিংও প্রতিদিন সব জায়গায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।
রাজ্য়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি । মঙ্গলবার রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯৩২ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৩৪৮। মঙ্গলবার টেস্টের সংখ্যাও বাড়ানো হলেই আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে । ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবারই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।