সন্ধে তখন ৬ টা কিংবা সাড়ে ৬টা । পার্কস্ট্রিটের (Park Street) ব্যস্ত রাস্তা । হঠাৎ-ই সেইসময় গুলির আওয়াজে কেঁপে ওঠে চারপাশটা । গুলি চলে জাদুঘরের কাছে সিআইএসএফ ব্যারাকে (Park Street Firing) । আচমকা এক সিআইএসএফ (CISF) জওয়ান এলোপাথাড়ি গুলি চালায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে । কলকাতা পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল জানিয়েছেন, ঘটনায় এক জন জওয়ানের মৃত্যু হয়েছে। এক জন আহত। অন্তত ১৫ রাউন্ড গুলি চলেছে। কম্যান্ডো এনে অপারেশন চালানো হয়েছে। হামলাকারীকে বুঝিয়ে আত্মসমর্পণ করানো হয়েছে। আটক করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে ।
হামলাকারীর নাম অক্ষয়কুমার মিশ্র। তিনি ওড়িশার বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনায় দু’জন আহত হলে তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সেখানেই এক জনের মৃত্যু হয়েছে । নিহতের নাম রঞ্জিত সরঙ্গি। তিনিও ওড়িশার বাসিন্দা। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ। তাঁর এক্স রে হয়েছে ৷ ট্রমা কেয়ার সেন্টারে রয়েছেন তিনি ।
আরও পড়ুন, shoot out:কলকাতায় জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি সিআইএসএফ জওয়ানের, মৃত ১
ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধে সাড় ৬ টা নাগাদ ব্যারাকের ভিতরে গুলি চালানোর আওয়াজ শোনেন তিনি । তবে সেই সময় কাউকে দেখতে পাননি ।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা আগ্নেয়াস্ত্র হাতে ব্যারাকের ভিতরেই ছিলেন হামলাকারী। অবশেষে, রাত ৮টা নাগাদ ওই হামলাকারীকে নিরস্ত্র করতে সক্ষম হয় পুলিশ।