দেড় বছর পর রাজ্যে প্রথম কোভিডে মৃত্যু । গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকদিন ধরেই রাজ্যে করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে । এবার মৃত্যুর খবরও সামনে এল । জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ।স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, করোনায় মৃত ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল । তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে খবর ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ জন । তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে খবর । মৃত ব্যক্তি ও প্রত্যেক আক্রান্তের লালারস সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং (Genom Sequencing)এর জন্য পাঠানো হয়েছে বলে খবর ।