ব্যারাকপুরের সোনার দোকানে গুলির ঘটনায় আটক এক ব্যক্তি । বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন থেকে তাঁকে তুলে নিয়ে আসা হয়েছে বলে খবর । অভিযুক্তের নাম সানি । পুলিশ সূত্রে খবর, ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সানি-কে চিহ্নিত করা হয়েছে । তাঁকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে ।
চলতি সপ্তাহে বুধবার ব্যারাকপুরের এককটি সোনার দোকানে অতর্কিত হামলা চালায় তিন-চারজন দুষ্কৃতী । দোকান থেকে সোনার গয়না হাতানোর চেষ্টা করে। অভিযোগ, বাধা পেয়েই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তিনজনের গায়ে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিংয়ের। একজন নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লাগে। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের ।
জানা গিয়েছে, নীলাদ্রির সদ্য বিয়ে হয়েছিল । বৃহস্পতিবার প্রথম জামাইষষ্ঠী ছিল তাঁর । কিন্তু, তার আগের রাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ।