শুক্রবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা । বর্ধমান থেকে করুণাময়ী যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী বাসটি । ওই বাসে ছিলেন প্রায় ৫০ জন । প্রত্যেকেই প্রায় আহত হয়েছেন । অন্যদিকে আরও একটি দুর্ঘটনা ঘটেছে ডানকুনি- বর্ধমানমুখী রাস্তায় । বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের । সব মিলিয়ে প্রায় ২০ জন আহত হয়েছেন । তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গিয়েছে , শুক্রবার সকালে একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী যাওয়ার পথে হরিপাল থানার কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে । বাসের গতি অনেক বেশি ছিল বলে খবর । অন্যদিকে, ওই এলাকা থেকে কিছুটা দূরে ডানকুনি-বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে । বাইকে থাকা দু’জন আরোহী গুরুতর জখম হয় । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ।