কাজে এল না রাজ্যপালের কড়া বার্তা। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের রাতেই রক্ত ঝরল। খুন হলেন রাজনৈতিক দলের এক কর্মী। বেলডাঙায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে নিহত বাবর আলি। যিনি তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন বলেই শাসক দলের দাবি। এই ঘটনায় জখম আরও এক কংগ্রেস সমর্থক। রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম। এখানে ভোট কর্মীদের সামনেই সংঘর্ষ হয় তৃণমূল এবং সিপিএমের। ঘটনায় দুই প্রার্থী-সহ জখম পাঁচ। এরমধ্যে দু জনের অবস্থা গুরুতর। এরমধ্যে নদিয়া থেকে অভিযোগ ভোটের আগের রাতেই বুথ দখলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার সন্ধ্যে হতেই রাজ্যের ভোটমুখী প্রায় সব জেলা থেকেই ছোট বড় হিংসার খবর পাওয়া যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁয় মৃত্যু হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর। কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী। অভিযোগ তৃণমূলের দিকে হলেও তা অস্বীকার করা হয়।
এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল থেকেই রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই আসতে থাকে অশান্তির খবর।