মোবাইলে ফোনে চার্জ (Mobile Phone Charging) দিতে দিতে কথা বলছিলেন এক মহিলা! তার জেরেই ঘটল বিস্ফোরণ। ফোন (Mobile Phone Blast) ফেটে গিয়ে গুরুতর জখম হলেন গৃহবধূ। শেষমেশ মৃত্যু (Housewife Death) হল তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে (Kulpi)।
কুলপির (Kulpi) রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ছিলেন গৃহবধূ শম্পা বৈরাগী। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার তাঁর মোবাইল ফোনে চার্জ (Mobile Phone Charging) দিচ্ছিলেন তিনি। সেই অবস্থাতেই কথাও বলছিলেন। তারপরই বিস্ফোরণের (Mobile Phone Blast) মত জোরে ৩ বার আওয়াজ হয়। শব্দ পেয়ে আত্মীয়, পড়শিরা ছুটে এসে দেখেন, চার্জ দেওয়া অবস্থায় মোবাইলটি সম্পূর্ণ ফেটে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ওই মহিলা।
আরও পড়ুন : West Bengal Covid update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,০১৪ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের
অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।