ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের (Bhawanipore Murder Update) ঘটনায় গ্রেফতার আরও এক । বিশাল বর্মন নামে ওই অভিযুক্তকে শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ । জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করল পুলিশ ।
পুলিশের দাবি, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল । অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল । পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে । বিশালের আগে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম রত্নাকর নাথ, যতীন মেহতা ও সুবোধ সিংহ । এই তিনজনকে জেরার করেই বিশালের খোঁজ পায় পুলিশ ।
আরও পড়ুন, Ranchi Violence : রাঁচিতে বিক্ষোভ থামাতে পুলিশের গুলির অভিযোগ, মৃত দুই, জখম ১০
দিনদুয়েক আগেই কলকাতার পুলিশ কমিশনার জানান, আর্থিক লেনদেনের জেরেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি (Bhawanuipur Murder Update)। তাঁদের তদন্ত করে মনে হয়েছে, দীর্ঘদিন ধরেই খুনের পরিকল্পনা করা হয়েছিল । এই খুন পূর্ব পরিকল্পিত । যারা যারা এর সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে ওই বাড়ি নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত ঝামেলা হয়েছিল ।
বুধবারই ভবানীপুরে খুন হওয়া দম্পতির বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯৯ শতাংশ তদন্ত শেষ । তিনি আশ্বস্ত করেন, ভবানীপুরকে তিনি কোনওভাবে অশান্ত হতে দেবেন না ।