সকালে ভিন জেলা থেকে ধরে এনে বিকেলে পানিহাটি কান্ডে(Panihati Murder) আরও একজনকে গ্রেফতার করল পুলিশ(Police)। ধৃতের নাম সঞ্জীব পন্ডিত। গত রবিবার খুন হন পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের তৃণমূল(TMC) কাউন্সিলর অনুপম দত্ত। কামারহাটি-পানিহাটি সীমানা লাগোয়া এই ওয়ার্ডের কাউন্সিলর খুন হওয়ার পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। এর মধ্যেই বাম(CPM) থেকে বিজেপি(BJP) এমনকী নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত এই ঘটনায় সিবিআই(CBI Investigation) চেয়ে বসেন। যদিও সিআইডিতেই(CID) আস্থা রাজ্য প্রশাসনের।
বারাকপুরের পুলিশ কমিশনার(Barrackpore Police Commissioner) মনোজ ভার্মা জানান, দীর্ঘ জেরার পরেই এই ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জীব পন্ডিতকে। তাঁর দাবি, অনুপম দত্তের খুনের(Anupam Dutta Murder) ঘটনায় সঞ্জীব যে জড়িত, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, পানিহাটি পুরসভার(Panihati Municipality) এই ওয়ার্ড বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। অতীতে একবার দুষ্কৃতীদের(Goons) বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হেনস্থার শিকার হতে হয় অনুপমকে। স্থানীয় ডাকব্যাক কারখানার মাঠে দুষ্কৃতীরা অনুপমের ওপর হামলা(Goons Attack) চালায়।
আরও পড়ুন- Panihati Murder: 'চাকরি চাই না..', পানিহাটির মৃত কাউন্সিলরের স্ত্রী যোগ দিতে চান সক্রিয় রাজনীতিতে
শুধু সঞ্জীব নয়, অনুপম খুনের তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর(Baruipur) থেকে প্রসেনজিৎ নামে আরও একজনকে আটক করা হয়। এই খুনে ব্যবহৃত অস্ত্র এই ঘটনায় মূল অভিযুক্ত শম্ভুকে তারাই যোগান দেয় বলে পুলিশের(Police) প্রাথমিক অনুমান। তবে এই ঘটনায় প্রসেনজিৎকে এখনও জেরা চলছে বলে জানিয়েছেন মনোজ ভার্মা(Manoj Verma)।