বগটুই হত্যাকাণ্ডে (Bagtui Genocide) মৃত্যু হল আরও একজনের । দীর্ঘ এক মাস লড়াইয়ের পর রবিবার সকালে মৃত্যু হয় আতাহারা বিবি নামে এক মহিলার । এই নিয়ে বগটুই কাণ্ডে মৃতের (Death) সংখ্যা বেড়ে হল ১০। আতাহারা বিবির মৃত্যুর খবর পেতেই হাসপাতালে যায় সিবিআইয়ের (Cbi) একটি দল।
২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে । সেই রাতেই বগটুইয়ে (Bagtui Genocide) জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু ৮ জনের । দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয় । ঘটনার একমাসের মাথায়, আরও এক মহিলার মৃত্যু হল ।
আরও পড়ুন, Uttar Pradesh News: কাজের একদিনের মাথায় উন্নাওয়ের হাসপাতালে মৃত্যু নার্সের, ধর্ষণ করে খুনের অভিযোগ
বগটুই-এর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর তৈরি হয় রাজ্যে । মুখ্যমন্ত্রীর নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার যায় বিশেষ তদন্তকারী দলের হাতে । তবে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই । তৃণমূল নেতা ভাদু শেখের খুনের তদন্তভারও দেওয়া হয় সিবিআইকে ।
ভাদু শেখ খুনে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । অন্যদিকে, বগটুইকাণ্ডে ১০ জনের একটি তদন্তকারী দল গঠন করেছে সিবিআই । রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে মোট ১০টি ধারায় অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। খুন, খুনের চেষ্টা, আগুন লাগিয়ে খুনের অভিযোগ এবং হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগ রয়েছে সে তালিকায়। অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে সিবিআই । এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে সিবিআই ।