এবার কোনও রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নয়। ভোটে হিংসার বলি হলেন সাধারণ মানুষ। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম রাজু মোল্লা। মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে দিদির বাড়িতে যাওয়ার সময়ই অঘটন ঘটে।
ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে ISF কর্মীদের। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঠিক তখনই মায়ের সঙ্গে ঝগড়া করে ঘটকপুকুরের দিদির বাড়িতে যাচ্ছিলেন ২৫ বছর বয়সী রাজু মোল্লা। সেসময় গুলি ও বোমাবাজির মাঝে পড়ে যান তিনি।
জানা গিয়েছে রাজুর পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার সকালে পুলিশের তরফে রাজুর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার গণনার সময় থেকেই ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়া কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।