ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১২ বছর বয়সী এক স্কুল ছাত্রীর। শনিবার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। মৃত ছাত্রী যাদবপুরের বিজয়গড়ের বাসিন্দা।
জানা গিয়েছে, গত প্রায় ৭ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল ডোনা দাস নামে ওই ছাত্রী। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। শনিবার শারীরিক পরিস্থিতি হঠাৎ খারাপ হতে শুরু করে। দ্রুত তাকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ডোনার।
চিকিৎসকরা জানিয়েছেন, ডোনাকে আগেই হাসপাতালে ভর্তি করলে এই ঘটনা এড়ানো যেত। কিন্তু এবারই প্রথম নয়, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। কলকাতা এবং দুই ২২৪ পরগনায় পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে কলকাতায় বিগত দু -দন ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ডেঙ্গি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন অনেকেই। এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে জানুয়া থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৬ হাজার। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের।