সন্দেশখালি কাণ্ড নিয়ে প্রকাশ্যে এল আরও একটি ভিডিও। শেখ শাহাজাহানের শাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন গ্রামের মহিলারা। সম্প্রতি প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে অভিযোগকারী এক মহিলার দাবি, পুরো বিষয়টি মিথ্যা। এমন কোনও ঘটনা ঘটেনি। BJP নেত্রী মাম্পি দাসের কথায় তিনি থানায় গিয়েছিলেন (নতুন ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)।ভিডিয়োতে ওই মহিলা দাবি করেছেন, শ্লীলতাহানি নিয়ে তাঁর কোনও অভিযোগ না থাকলেও, জবকার্ড সংক্রান্ত অভিযোগ ছিল তাঁর।
Read More- চতুর্থ দফার নিরাপত্তায় থাকবে প্রায় ৬০০ কোম্পানি বাহিনী, কোন কেন্দ্রে কত জওয়ান?
সন্দেশখালির ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ধর্ষণের অভিযোগকারী এক মহিলার দাবি, তাঁর উপর কোনও অত্যাচার করা হয়নি। তাঁকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল।
রবিবার যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে অপর এক মহিলা জানিয়েছেন, তাঁকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল। তাঁর জবকার্ডের টাকা না পাওয়ার অভিযোগ থাকলেও ধর্ষণ বা শ্লীলতাহানির কোনও অভিযোগ ছিল না।