মার্চ মাসের ঘটনা । তারপর কেটে গিয়েছে প্রায় নয় মাস । অবশেষে সিবিআইয়ের (CBI) জালে ধরা পড়ল বীরভূমের (Birbhum) বগটুই (Bogtui Murder Case) গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ । বগটুইয়ের ঘটনায় নিহত তৃণমূল (TMC) নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের দীর্ঘদিন কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । শেষে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় । রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হতে পারে ।
বগটুই-কাণ্ডে এর আগেও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই । লালনের আগে সিবিআইয়ের জালে ধরা পড়েছে সোনা শেখ । অন্যতম চক্রী আনারুল শেখকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার শনিবার, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লালন শেখকে গ্রেফতার করল সিবিআই ।
উল্লেখ্য, গত ২১ মার্চ, বীরভূমের রামপুরহাটে বোমা মেরে তৃণমূল নেতা ও স্থানীয় উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগ ওঠে । ঘটনার দিন রাতেই বগটুই গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । ঘটনায় ৯ জনের মৃত্যু হয় । এই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে । বগটুইয়ে বারবার অভিযান চালিয়ে তদন্ত চালায় পুলিশ । জুন মাসে সিবিআইয়ের তরফে চার্জশিট জমা করা হয়েছিল। সেখানে নাম ছিল লালন শেখের । ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ । অবশেষে পুলিশের জালে লালন শেখ ।