শনিবারের সকালে কলকাতার মল্লিকবাজারে এক বেসরকারি হাসপাতালের (Patient suicide in Mallcik Bazar Hospital) আটতলা থেকে ঝাঁপ দেন এক রোগী। দমকলের সামনেই ঘটনাটি ঘটে।।
এদিন হাসপাতালের আট তলায় একটি জানলা খোলা ছিল। সেই জানালা দিয়ে বেরিয়ে ওই রোগী কার্নিশে গিয়ে চড়ে বসেন। বিষয়টি হাসপাতালের কর্মী ও পথচারীদের চোখে পড়া মাত্র খবর দেওয়া হয় দমকলকে।
খবর পেয়ে রোগীকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় দমকল। আনা হয় হাইড্রলিক ল্যাডার। দমকলের তরফে প্রায় ঘণ্টা দুয়েক ধরে ওই রোগীকে কার্নিস থেকে নেমে আসতে বলা হয়। কিন্তু তিনি তা শোনেননি। তিনি বিপজ্জনক অবস্থায় সেখানে বসে থাকেন। তারপর একটা নাগাদ তিনি সেখান থেকে ঝাঁপ দেন। নিচে দমকলের কর্মীরা জাল ও গদি পেতে রেখেছিলেন।
BOB Recruitment 2022 :ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর শূন্য পদে নিয়োগ, আবেদনের সময়সীমা ১২ জুলাই
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে ইতিমধ্যে একাধিক বার হুমকি দিয়েছিলেন।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মল্লিকবাজারে। দমকলকর্মীরা থাকা সত্ত্বেও কেন ওই রোগীকে বাঁচানো গেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে।