যাদবপুরের বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এক প্রাক্তন ছাত্রকে আটক করল পুলিশ। অভিযুক্ত ছাত্রের নাম সৌরভ চৌধুরী। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, স্বপ্নদীপের বাবা থানায় যে FIR করেছিলেন সেখানে সৌরভের নাম রয়েছে।
ছেলের উপর শারীরিক অত্যাচারে করার অভিযোগ করেছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। সেই মতো থানায় অভিযোগও দায়েরও করেন তিনি। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে প্রাক্তনী সৌরভ চৌধুরীকে আটক করেছে পুলিশ।
Read More- যাদবপুর-কাণ্ডে নয়া মোড়, খুনে অভিযোগ আবাসিকদের বিরুদ্ধে, পরিবারকে ফোন মমতার
বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, কোনও উঁচু জায়গা থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। গত রবিবার থেকে যাদবপুর হস্টেলে থাকতে শুরু করেন তিনি। বিভিন্ন সূত্র থেকে খবর, তাঁকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করা হয়েছিল। সেকারণেই তিনি বাঁচতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। যদিও স্বপ্নদীপের বাবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুনের মামলা রুজু করেছেন।