কালী পুজোর বিসর্জনেও দুর্ঘটনা এড়ানো গেল না। শুক্রবার নৈহাটিতে বড় মার বিসর্জনে বিদ্য়ুতের তার জড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তি। তাঁর নাম জয়দেব মণ্ডল। বয়স পঞ্চাশের ঘরে। পেশায় রিক্সাচালক জয়দেব বিসর্জনের আগে বড় মাকে নমস্কার করতে গিয়েছিলেন বলেই স্থানীয় সূত্রে খবর। কিন্তু প্রবল ভিড়ে গঙ্গার আশ-পাশের বাড়িগুলিতে কার্নিশ বেয়ে জনতা ছাদের ওঠার চেষ্টা করে বলে অভিযোগ। সেইসময় বেশ কিছু বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার একটি জড়িয়ে মারা যান স্থানীয় কেওড়াপাড়ার বাসিন্দা জয়দেব মণ্ডল।
পরিবারের অভিযোগ, প্রায় আধঘণ্টার বেশি সময় ওই অবস্থাতেই রাস্তায় পড়ে ছিল জয়দেবের দেহ। পুলিশ বাড়ির লোককে তাঁর কাছাকাছি ঘেঁষতে দেয়নি। পরে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জয়দেবকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অবশ্য নিজেদের গাফিলতির অভিযোগ উড়িয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এবং নৈহাটি পুরসভার চেয়ারম্য়ান অশোক চট্টোপাধ্য়ায়। মূলত তাঁদের উদ্যোগেই জয়দেবের দেহ উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পার্থ ভৌমিক জানান, অরবিন্দ রোডে সবকিছু ঠিকঠাক ছিল। গঙ্গার ধারে পাশে একটি জায়গায় বড়মাকে দর্শন করতে বহু মানুষ পুরসভার শৌচালয়ের ছাদে উঠে পড়ে। সেখানেই তার ছিড়ে এই বিপত্তি ঘটেছে।