পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পর এবং মালদহ। ফের বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল রাজ্য। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের মধ্যেই একটি বাজি গুদামে হঠাৎ আগুন লেগে যায়। পেশায় ভ্যান চালক ওই ব্যক্তি গুদাম থেকে কার্বাইড সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেইসময় গুদামের ভিতরে আচমকা আগুন লাগে। এবং ভিতর থেকে সাটার বন্ধ হয়ে যায়। ঝলসে মৃত্যু হয় ওই ব্যক্তির।
বাজিতে কোনও রেয়াত নয়। সোমবারই ঘোষণা করা হয়েছিল নবান্ন থেকে। তার কয়েক ঘণ্টার মধ্যেই এবার মালদহ। শহরের মধ্যেই দীর্ঘদিন চলছিল এই বাজি কারখানা। এদিন সকাল পৌনে সাতটা নাগাদ শহরে নেতাজি পুরবাজারের এই গুদামে আগুন লেগে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনায়স্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং স্থানীয় কাউন্সিলররা। জানা গিয়েছে ওই বাজির গুদামের মালিকের নাম বাবু সাহা।