ফের ডেঙ্গির হানায় মৃত্যু এক যুবকের। তাঁর নাম বাপ্পা রায়। শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা তিনি। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়। এই প্রথম দার্জিলিংয়ের কোনও বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল।
বৃহস্পতিবার থেকে অসুস্থ ছিলেন বাপ্পা। ক্রমশ জ্বর বাড়ছিল তাঁর। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
বর্ষার পর থেকেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি। কলকাতা সহ একাধিক জেলায় পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়েছিল। তবে ঠান্ডা পরার সঙ্গে সঙ্গে ডেঙ্গির প্রকোপ অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।