সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল শাহজাহান শেখের অনুগামী ফারুক আকঞ্জি। শনিবার তাঁকে জামিন দিল বসিরহাট আদালত।
সন্দেশখালি কাণ্ডে গত ৭ জুন চার্জশিট জমা দিয়েছিল CBI। ওই চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম ছিল শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজুল ও ফারুকের। তার মধ্যে শনিবার জামিন পেয়েছেন ফারুক। যদিও জামিনের বিরোধিতা করেন CBI এর আইনজীবী।
জানা গিয়েছে, পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ফারুক আকঞ্জিকে। তবে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। আপাতত সন্দেশখালি ঢুকতে পারবেন না ফারুক। পাশাপাশি সপ্তাহে একদিন করে CBI দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। এবং বর্তমানে তিনি কোথায় থাকবেন সেবিষয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে।