দোলের দিন গুলি চলল মহানগরে (Regent Park shot dead)। মৃত্যু হল এক যুবকের। বচসার শুরু হয় বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে। দোলের দিন শুক্রবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার (Regent Park shot dead) ঘটনা। মৃতের নাম দিলীপ সিংহ।
আরও পড়ুন: সমকামী প্রেমিককে নিয়ে স্ত্রীর সঙ্গে যৌন নির্যাতন, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শিক্ষক
পুলিশ সূত্রে খবর, কলকাতার ১১৪ নম্বর ওয়ার্ডে এক মহিলাকে রং মাখানোকে নিয়ে গন্ডগোল বাধে। সেই ঘটনা শেষমেশ গড়ায় মারামারিতে। তারপর গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থাতেই ওই যুবককে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ার এক যুবক তাঁর বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়েছিলেন। কিন্তু বাধা দেন ওই বন্ধু। অভিযোগ, ওই বন্ধু-সহ আরও কয়েক জন যুবক মদ্যপান করে রং মাখাতে এসেছিলেন (Holi crime in Kolkata)। তাঁরা তাঁর স্ত্রী'র সম্বন্ধে খারাপ মন্তব্য করেন। সেই কারণে তাঁদের বাধা দেওয়া হয়। তাতেই গন্ডগোল বেধে যায়।