চিনে করোনা সংক্রমণ বাড়ছে । তাই দেশে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক কেন্দ্র । উৎসবের মরসুমে নড়েচড়ে বসেছে রাজ্যেও । যদিও, মঙ্গলবারের তুলনায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে রাজ্যে । রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে এক জন আক্রান্ত হয়েছেন । রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার । তাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নজরদারি কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর । কমিটির মাথায় রয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিব । এ ছাড়া ওই কমিটিতে কোভিড বিশেষজ্ঞদের রাখা হবে । প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবারই ওই কমিটি বৈঠকে বসতে পারে ।
উল্লেখ্য, রবিবারই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে গিয়েছিল । সোমবার ও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বাড়ে । মৃত্যুও হয় একজনের । তবে, বুধবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয় । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪ হাজার ২৮৭ জনের । তার মধ্যে কোভিডে আক্রান্ত হন একজন । বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০ জন । কিন্তু, চিনে যা পরিস্থিতি আর কেন্দ্রের তৎপরতায় উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ে 'অতি সক্রিয়' রাজ্য । নজরদারি কমিটির যে বৈঠক হতে চলেছে বৃহস্পতিবার, সেখানে বর্তমান কোভিড পরিস্থিতি ও তার ভিত্তিতে ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে । মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি বজায় রাখার মতো নিয়মের উপর আবার জোর দেওয়া হতে পারে ।
উল্লেখ্য, অতিমারী ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব, কিন্তু বছর শেষের আগে চিন, আমেরিকায় সংক্রমণ বাড়ছে । এ নিয়ে এ বার তৎপর ভারত সরকার । দেশে কোভিডে আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার সংখ্যা বাড়াতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র । এ নিয়ে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘‘চিন, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলে আচমকা করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে । তাই আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়।’’