ইতিমধ্যেই খাতা দেখা শেষ হয়েছে মাধ্যমিকের। তবে কি শীঘ্রই ফল প্রকাশ? মাধ্যমিক পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতেই অনলাইনে যাচাই প্রক্রিয়া শুরু করবে মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার থেকে শুরু হচ্ছে কাজ চলবে ১লা মে পর্যন্ত। পর্ষদ সূত্রে খবর, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার ২টি ধাপ পরীক্ষামূলকভাবে অনলাইনে করা হবে। পর্ষদ আগেই জানিয়েছিল স্বচ্ছতা বজায় রাখতেই এই পদ্ধতি।
মাধ্যমিক পরীক্ষার পর একাধিক ধাপ থাকে। এর মধ্যে ২টি ধাপ মুখ্য পরীক্ষকদের কাছে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব ও তা যাচাই পদ্ধতি। এই দুটি ধাপই অনলাইনে করতে চাইছে পর্ষদ।অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেটি হল www.wbbsedata.com। পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার্থীর নম্বর নিয়ে মুখ্য পরীক্ষকের কাছে ব্যাখ্যা তলবের প্রয়োজন হলে ২০ দিন সময় লাগত। এই ধাপটি অনলাইনে হলে, সেই সময় অনেকটাই কম লাগবে বলে মনে করছে পর্ষদ।