শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে খুচরো পয়সা ছাড়াই ব্যবহার করা যাবে স্টেশনের শৌচালয়। কারণ কিউআর কোড চালু করা হল স্টেশনের সব পে অ্য়ান্ড ইউজ টয়লেটে। যেটি স্ক্যান করে আপনি খুচরো পয়সা না থাকলেও খুচরো মিটিয়ে দিতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের তরফে বারবার ক্যাশলেস লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রেই ইউপিআই, কিউআর কোডের প্রচলন বেড়েছে। এবার এই ব্যবস্থা চালু হল ভারতীয় রেলে।
আরও পড়ুন - অনলাইন কেনাকাটার দাপটে জৌলুস হারানো চৈত্র সেল কি অসম লড়াই?
এই বিশেষ ব্যবস্থার ফলে খুচরো না থাকায় অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছিল সেই সমস্যার সমাধান হবে বলেও আশা করা যাচ্ছে।