এখনই নতুন ৭ জেলা নয়। বৃহস্পতিবার রাণাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতগুলি নতুন জেলা তৈরির মতো পরিকাঠামো তাঁর সরকারের নেই বলেই দাবি মুখ্যমন্ত্রীর। আপাতত উত্তর ২৪ পরগনা ভেঙে বসিরহাট এবং দক্ষিণ ২৪ পরগনা ভেঙে সুন্দরবন জেলা করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার রাণাঘাটের ছাতিমতলা ময়দানে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকে নদিয়া জেলা ভাগ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। মুখ্যমন্ত্রী তাঁর প্রশ্নের উত্তরে জানান, এখনই নদিয়া জেলা নিয়ে তাঁরা কিছু ভাবছেন না। জেলা ভাগের বিষয়টিও যে নদিয়ার ক্ষেত্রে কার্যকর হবে না। তাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- CM Mamata Banerjee: 'টাকা কি হাতের মোয়া!' নদিয়ার প্রশাসনিক বৈঠকে PWD বিভাগকে তোপ মুখ্যমন্ত্রীর
চলতি বছরের অগস্টে বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন জানায়, নতুন ৭টি জেলা তৈরি হবে। যেখানে বলা হয় নদিয়াকে উত্তর এবং দক্ষিণে ভেঙে দুটি আলাদা জেলা করার প্রস্তাবও দেওয়া হয়। তারপরেই উত্তাল হয়ে ওঠে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত। শান্তিপুর, কৃষ্ণনগর, রাণাঘাট সহ বিভিন্ন এলাকায় অখন্ড নদিয়ার দাবিতে দফায় দফায় মিছিল, বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে, বিক্ষোভ থামাতে শান্তিপুরের বিধায়ককেও মাঠ নামতে হয়।